The Prime Minister of Bangladesh, H.E. Sheikh Hasina, was welcomed by Foysol Choudhury MBE, MSP, at The Scottish Parliament as part of her trip to Scotland for COP26.

The Rt Hon Lord Provost, Frank Ross and Members of the Scottish Parliament, including the Deputy First Minister, met with the Prime Minister and a number of dignitaries from the Scottish Bangladeshi community aiming to build a stronger relationship between Scotland and Bangladesh.

Prime Minister H.E. Sheikh Hasina photographed in the Garden Lobby at The Scottish Parliament with Foysol Choudhury MSP on her right and on the left of the photograph, Sarah Boyack MSP for Lothian. The Scottish Labour leader Anas Sarwar is fourth from the right

Prime Minister H.E. Sheikh Hasina addressed MSPs and guests in the Garden Lobby on the effects of climate change and what more could be done to support some of the poorest nations dealing with the effects. She said: “Thanks to Foysol for introducing me. It is due to his persuasion that I am here. Climate prosperity is the issue of our time and we have gathered in Glasgow to demonstrate an ambition on climate action combining our global collective efforts to respond to the unprecedented challenges. No country is immune.”

Lothian MSP Foysol Choudhury, said: “I’m truly proud on what we have achieved this week. Never has the Scottish Parliament had a visit on this scale. I’m determined that we continue to forge stronger relations between Scotland and the Bangladeshi community. Scotland, the UK and the world but do more to support countries that are under threat from climate change.”

The Lord Provost said that although there is a small Bangladeshi community in Edinburgh it is one which “punches well above its weight in the city’s civic life, its tradition faith based celebrations, its contributions to our Mela multi-cultural festival, and across our economy, in particular in Fair Trade initiatives and hospitality sector”.

স্কটিশ পার্লামেন্টে শেখ হাসিনা : বাংলাদেশস্কটল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়

স্কটিশ পার্লামেন্টের সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভুত সদস্য ফয়ছল চৌধুরী এমবিই এমএসপি এরঐকান্তিক কুটনৈতিক প্রচেষ্টায় এই পার্লামেন্টে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধিত হলেন বাংলাদেশেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সংশ্লিষ্টদের মতেএরফলে স্কটল্যান্ড  বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুনএক অধ্যায় চালু হল। স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশী কোন রাষ্ট্রপ্রধানের আগমন এটাই প্রথম। গত২রা নবেম্ভর ২০২১ ইং রোজ মঙ্গলবার স্কটিশ রাজধানী এডিনবরায় অবস্থিত হলিরুড পার্লামেন্টেশেখ হাসিনাকে স্বাগত জানান প্রিজাইডিং অফিসার (স্পিকারআলীসন জনসনএমএসপি এবংশ্যাডো মিনিষ্টার ফর কালচারইউরোপ এন্ড ইন্টারন্যাশন্যাল ডেভলাপমেন্ট ফয়ছল চৌধুরীএমএসপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং প্রতিবন্ধী এন্ড অটিজমবিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।


রাত সাড়ে আটটায় শুরু হয় মুল অনুষ্ঠান। পার্লামেন্টের গার্ডেন লবীতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্যরাখেন শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিটি অব এডিনবরা কাউন্সিলের লর্ডপ্রভোস্ট রাইট অনারেবল ফ্রাংক রস। এরপর লর্ড প্রভোষ্ট   অনুষ্ঠানের মূল হোস্ট লোদিয়ান এমএসপিফয়ছল চৌধুরী এমবিই কে মঞ্চে আহবান জানান।

জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় কাটানোর সময় স্কটিশ পার্লামেন্ট আগমনের জন্য প্রধানমন্ত্রীকেধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ফয়ছল চৌধুরী এমবিই। স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের দ্বি পাক্ষিকসম্পর্ক উন্নয়নে স্কটিশ পার্লামেন্টের আগ্রহের কথা উল্লেখ করেন শ্যাডো মিনিষ্টার ফর কালচারইউরোপ এন্ড ইন্টারন্যাশন্যাল ডেভলাপমেন্ট ফয়ছল চৌধুরী এমএসপি।


এরপর প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করেন। আলোচনার শিরোনাম ছিল “বাংলাদেশ ভিশন ফর গেøাবাল ক্লাইমেট প্রসপারিটি বক্তব্যের শুরুতেই আন্তরিক কুটনৈতিকউদ্যোগ গ্রহনের জন্য ফয়ছল চৌধুরীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী  তিনি বলেন ’স্কটিশ জনগনেরআন্তরিকতায় আমি মুগ্ধ

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সৃষ্ট নানা কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীতাঁর আলোচনায়। বাংলাদেশে পরিবেশত নানা বিপর্যয় যেমন– বন্যাজলোচ্ছাসখরাঘুর্ণিঝড়নদী ভাঙ্গনলবনাক্ততা বৃদ্ধি ইত্যাদির উদাহরন তুলে ধরে শেখ হাসিনা বলেনসমুদ্রপৃষ্টের উচ্চতাবাড়লে উপকুলীয় এলাকার ১০ মিলিয়ন মানুষ তাদের বাসস্থান হারাতে পারে।


পরিবেশগত বিপর্যয় রোধে বাংলাদেশে গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেনপ্রধানমন্ত্রী। তিনি বলেন বাংলাদেশে ক্রমাগত হারে কয়লা ভিত্তিক বিদুৎ উৎপাদন প্রকল্প কমিয়েআনা হচ্ছে। এছাড়া দেশে ব্যাপক হারে সৌর বিদ্যুৎ ব্যাবহার করা হচ্ছে।
শেখ হাসিনা জানান২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মোট জ্বালানীর শতকরা ৪০ ভাগ আসবেনবায়নযোগ্য (রিনিউএবলউৎস থেকে।

বৃক্ষ রোপন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেনআমাদের রাজনৈতিক দল(আওয়ামী লীগবৃক্ষ রোপনের ব্যাপারে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগেরপ্রত্যেক সদস্যকে বছরে ৩টি করে গাছ লাগানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আমরা মুজিবশতবর্ষ উদযাপন কালীন ২৫ মিলিয়ন গাছের চারা লাগিয়েছি।


কোপ ২৬ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব  সফলতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেনউন্নত বিশ্ব যাতেতাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ১০০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্ধ অব্যাহত রাখে সে লক্ষ্যেআমরা কাজ করে যাচ্ছি। ক্ষতিগ্রস্থ দেশগুলোর সমন্বয়ে গঠিত সংঘঠনসিভিএফ (ক্লাইমেটভালনারেবল ফোরামবা ভি২০  গ্রুপের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশেরপ্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর ১৫ মিনিটের বক্তব্যের শেষে বলেন “আমাদের ধরিত্রীকে রক্ষা করতেএবং পরবর্তীপ্রজন্মের জন্য সুন্দর একটি ভবিষ্যত উপহার দেয়ার জন্যআমাদের সবাইকে একসাথে কাজ করেযেতে হবে

পুরো অনুষ্ঠানটি স্কটিশ পার্লামেন্ট টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয় (পুরো অনুষ্ঠানের ভিডিওটিদেখতে এখানে ক্লিক করুন)

এতে উপস্থিত ছিলেন ডেপুটি ফার্স্ট মিনিষ্টার জন সোইনি, স্কটিশ লেবার পার্টির লিডার আনাছসারওয়ার এমএসপিজ্যাকি বেইলি এমএসপিকেবিনেট সেক্রেটারী ফর হেলথ হামজা ইউসাফএমএসপিলোদিয়ান এমএসপি মাইলস ব্রিগ প্রমুখ।


স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা যোগ দেন অনুষ্টানে। এতে উপস্থিতছিলেন ওয়ালী তছর উদ্দিন এমবিই জেপিবাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্টশাহনুর চৌধুরীস্কটল্যান্ড আওয়ামী লীগের নেতা গোলাম আনিস চৌধুরী সহ স্কটল্যান্ড আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দশাহজালাল ইসলামিক সেন্টারের আব্দুল মালিকলেবার ফ্রেন্ডস অববাংলাদেশী গ্রুপের আছদ্দর আলীআবারডিন মালটিকালচারাল সেন্টারের আহসান হাবিব সহঅন্যন্যরা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকএবং আনোয়ারুজ্জামান চৌধুরী।
আগতরা মনে করে করেনস্কটল্যান্ডের সাথে বাংলাদেশ ব্যাবসা বানিজ্য এবং কুটনৈতিক সম্পর্কউন্নয়নে ফয়ছল চৌধুরী এমএসপি জোরালো ভুমিকা রাখতে পারবেন। তাছাড়া স্কটল্যান্ডে বসবাসরতবাংগালী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। অনুষ্টানেআগতরা মনে করেনস্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থে এডিনবরায় একটিবাংলাদেশী কনসুলেট স্থাপন করা জরুরী। 

এছাড়া স্কটিশ কোম্পানী এবং ব্যাবসা প্রতিষ্টানকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যেস্কটল্যান্ডে একটি বাংলাদেশ ট্রেড ফেয়ার বা এক্সপো অনুষ্ঠিত করা প্রয়োজন। এডিনবরাকাউন্সিলের সাথে বাংলাদেশের যে কোন পৌরসভা বা শহরের টুইনিং পোগ্রাম চালু করার লক্ষ্যেকার্যকরী উদ্যোগ গ্রহন করা যেতে পারে। এছাড়া স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের অতীত ইতিহাসপুনরুদ্ধারের লক্ষ্যে গবেষনা প্রকল্প চালু করা যেতে পারে। কেউ কেউ মনে করেনস্কটিশ পার্লামেন্টেবাংলাদেশ বিষয়ক একটি ক্রস পার্টি গ্রুপ চালু হলে নানা কার্যক্রম গ্রহন করা আরও সহজ হবে।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বাংলাস্কট নিউজের এক প্রশ্নের জবাবে ফয়ছল চৌধুরী এমবিই বলেন ‘‘ আমরা মাত্র কাজ শুরু করলাম। ধাপে ধাপে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর কাছেকমিউনিটির নানা চাহিদা গুলো তুলে ধরা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু কিছু ব্যাপারেআমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যেদল মত নির্বিশেষে আসুনআমরা সবাই একসাথে মিলে মিশে কাজ করি


ফয়ছল চৌধুরী এমএসপি জানানস্কটিশ পার্লামেন্টে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে প্রতিবন্ধীমানুষের অধিকার সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে নানা কর্মসুচী যৌথভাবে পরিচালিত হবে 

image_pdfimage_print
Website | + posts

Founding Editor of The Edinburgh Reporter.
Edinburgh-born multimedia journalist and iPhoneographer.